সরকার তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পল্লী এলাকার বিভিন্ন স্থানে কমিউনিটি ক্লিনিক চালু করেছে। কিন্তু এ ক্লিনিকগুলোর দায়িত্বে যারা রয়েছেন তারা অনেকেই সঠিকভাবে দায়িত্ব পালন করেন না বলে অভিযোগ রয়েছে। এতে সরকারের স্বাস্থ্যসেবা বিষয়ে এ এলাকায় যে সফলতা আসার কথা, তা সঠিক পর্যায়ে পৌঁছতে পারছে না। এ জন্য কমিউনিটি ক্লিনিকের দায়িত্বশীলদের যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়ে আরো তদারকি বাড়াতে হবে।
জগন্নাথপুরে একটি কমিউনিটি ক্লিনিক গত তিন মাস ধরে বন্ধ রয়েছে। ফলে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী। ১৯৯৯ সালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অর্থায়নে জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পাড়ারগাঁও কমিউনিটি ক্লিনিক স্থাপিত হয়। দীর্ঘদিন স্বাস্থ্যসেবা চলে এ ক্লিনিকে। কিন্তু লোকবল না থাকায় ক্লিনিকটি বন্ধ রয়েছে। আর যাকে দায়িত্ব দেয়া হয়েছে তিনিও দায়িত্ব পালন করছেন না বলে অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা। এটা নিঃসন্দেহে বলা যায়, ক্লিনিকটি বন্ধ থাকায় সেবা বঞ্চিত হচ্ছেন ইউনিয়নবাসী। তারা ভোগান্তিও পোহাচ্ছেন। তাই সাধারণ মানুষের কথা চিন্তা করে ক্লিনিকটি দ্রুত চালু করার ব্যবস্থা নেয়া প্রয়োজন। আমরা আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব দিয়ে এ ব্যাপারে পদক্ষেপ নেবে।