সুনামকণ্ঠ ডেস্ক ::
সিলেট জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশগুপ্তের ‘চারিত্রিক স্খলন, আর্থিক অনিয়ম, কারচুপি, প্রবীণ শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের সাথে অসৌজন্যমূলক ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের’ প্রতিবাদে বৃহ¯পতিবার বিকেল সাড়ে চারটায় সর্বস্তরের সংস্কৃতিকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রবীণ নৃত্যশিল্পী ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি অনীল কিষাণ সিংহ।
সম্মিলিত নাট্য পরিষদ সিলেট-এর মহড়া কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট-এর সভাপতি নাজনীন হোসেন, চিত্রশিল্পী অরবিন্দু দাশগুপ্ত, শিল্পী হিমাংশু বিশ্বাস, আল আজাদ, জামাল উদ্দীন হাসান বান্না, মালতী পাল, আশুতোষ ভৌমিক বিমল, শামসুল আলম সেলিম, আমিরুল ইসলাম বাবু, বিভাস শ্যাম পুরকায়স্থ যাদন, চ¤পক সরকার, এনামুল মুনীর, মিশফাক আহমদ মিশু, শাসসুল বাছিত শেরো, নিলাঞ্জন দাশ টুকু, হুমায়ুন কবির জুয়েল, নীলাঞ্জনা দাশ, অনিমেষ বিজয় চৌধুরী রাজু, শ্যামল ঘোষ, ইন্দ্রানী সেন শ¤পা, সুপ্রিয় দেব শান্ত, অরূপ বাউল, সুমন চৌধুরী, রুবেল আহমেদ কুয়াশা প্রমুখ।
সভায় যে কোনো মূল্যে সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশগুপ্তকে সিলেট থেকে অপসারণের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই দাবিতে আজ শুক্রবার সিলেটের জেলা প্রশাসকের সাথে সাক্ষাতের সিদ্ধান্ত হয় এবং জেলা প্রশাসকের সাথে আলোচনার প্রেক্ষিতে শনিবার থেকে অসিতবরণ দাশগুপ্তকে সিলেটে থেকে অপসারণের পূর্ব পর্যন্ত শিল্পকলা একাডেমির সকল ক্লাস বর্জনের ঘোষণা দেন একাডেমির প্রশিক্ষকরা।