1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১০:০৩ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

নদী ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নিন

  • আপডেট সময় শনিবার, ১৫ জুলাই, ২০১৭

নদীমাতৃক বাংলাদেশে নদীর সঙ্গে মানুষের জীবন-কর্মের প্রতিটি ক্ষেত্র প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িত। এদেশের জীববৈচিত্র্য, মৎস্য উৎপাদন, কৃষি বহুমুখীকরণ, নৌ-চলাচল, যোগাযোগ ও পরিবেশ-প্রতিবেশ এবং পর্যটন সর্বক্ষেত্রে নদীর ভূমিকা জীবনের এপিঠ-ওপিঠের মতো যেমন, তেমনি এই নদী মানুষের সর্বনাশের কারণও। বিশেষ করে নদী ভাঙন ও বন্যা মানুষের সর্বনাশ ঘটাচ্ছে।
গতকালের দৈনিক সুনামকণ্ঠের সংবাদ থেকে জানা যায়Ñ ছাতক উপজেলার জাউয়ায় বোকা নদীর ভয়াবহ ভাঙনে কবরস্থান, মিল, ব্যবসা প্রতিষ্ঠানসহ অনেক বসতঘর ভিটেসহ বিলীন হয়ে গেছেএ ডজন খানেক পরিবার নদীভাঙনে সর্বস্ব হারিয়ে দিশেহারা। বর্তমানে বোকা নদীর ভাঙনের ভয়াবহতা বাড়তে থাকায় আতঙ্কের মধ্যে রয়েছে জাউয়া বাজার ইউনিয়নের রাউলি, কৈতক, রাজনপুর, খিদ্রাকাপন, কুমিল্ল¬া বস্তি, জাউয়া বাজার ও লক্ষমসোম এলাকার শতাধিক পরিবার।
বাস্তবতার প্রেক্ষিতে নদী ভাঙন সমস্যাটির সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার বিকল্প নেই। আমরা মনে করি, ছাতক উপজেলার জাউয়ায় বোকা নদীর ভাঙন সমস্যাটি শুধু নয় অন্যান্য স্থানের নদী ভাঙন সুপরিকল্পিত উপায়ে রোধ করতে হবে। সরকারের নীতি নির্ধারকেরা জেলার বিভিন্ন এলাকায় নদীর ভাঙন বিষয়টিকে গুরুত্ব দিয়ে অবিলম্বে ভাঙন রোধের কাজ শুরু করে মানুষের উদ্বেগ, উৎকণ্ঠা দূর করবেন এমনটাই প্রত্যাশা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com