স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ-সিলেট সড়কে গতকাল বুধবার বাস মালিক সমিতির একটি পক্ষ বাসভাড়া ১০ টাকা কমালেও আরো চারটি সমিতি এখনো ভাড়া কমায়নি। তারা আগের নিয়মেই বিরতিহীন বাসের ভাড়া ১০০টাকা আদায় করছে। তাছাড়া একটি সমিতি বিরতিহীন গাড়িতে যাত্রী হয়রানি কমাতে গতকাল থেকে টিকিটের দুই পিঠে অভিযোগ জানানোর জন্য দুটি মোবাইল ফোন নম্বর দিলেও অন্য চার সমিতি তাতেও অসম্মতি জানিয়েছে। বরং তারা ভাড়া বাড়ানোর ছুতো খুঁজছে বলে জানা গেছে।
সুনামগঞ্জ বিআরটিএ ও স্থানীয় পরিবহন সংগঠন সূত্রে জানা যায়, সুনামগঞ্জ সিলেট সড়কে সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস মালিক সমিতি, সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস মাইক্রোবাস মালিক গ্রুপ, সুনামগঞ্জ মিনিবাস মালিক সমিতি, সিলেট মোটর বাস মালিক সমিতি এবং সিলেট মিনিবাস মালিক সমিতির প্রায় ৪০০শত মিনিবাস যাতায়াত করে। সরকারি নিয়মে এই পথে ৮৬ টাকা ভাড়া আদায় করার কথা। গত মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক নাইমা খন্দকার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনার সময় সরকার নির্ধারিত ভাড়া আদায় ও যাত্রীসেবার মান বৃদ্ধির নির্দেশনা প্রদান করে আসেন। এই নির্দেশনার আলোকে সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস মাইক্রোবাস মালিক গ্রুপ গতকাল বুধবার থেকে ১০ টাকা ভাড়া কমিয়ে ৯০ টাকা করে। বাকি সমিতিগুলোর মধ্যে সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস মালিক সমিতি, সুনামগঞ্জ মিনিবাস মালিক সমিতি, সিলেট মোটর বাস মালিক সমিতি এবং সিলেট মিনিবাস মালিক সমিতি এখনো ভাড়া কমায়নি। বরং ভাড়া বহাল রাখার জন্য তারা আন্দোলনের নামার হুমকি দিচ্ছে।
সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস মাইক্রোবাস মালিক গ্রুপের মহাসচিব মোজাম্মেল হক বলেন, গতকাল বুধবার থেকে সরকারি নির্দেশনা মেনে আমাদের সমিতি ১০ টাকা ভাড়া কমিয়েছি। একই সঙ্গে বিরতিহীন গাড়িতে যাত্রীসেবার মান বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে। পথে কোন বাস যাত্রী উঠা-নামা করালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ কারণে গাড়ির টিকেটের দুই পিঠে অভিযোগ করার জন্য দুটি মোবাইল নম্বর দেওয়া হয়েছে। তবে অন্য চারটি সমিতি এখনো ভাড়া কমানো এবং বিরতিহীন বাসের যাত্রীসেবা বৃদ্ধির বিষয়ে কোন উদ্যোগ নেয়নি।
সিলেট মোটর বাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেমের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।
সুনামগঞ্জ বিআরটিএর মোটরযান পরিদর্শন জিল্লুর রহমান চৌধুরী বলেন, সুনামগঞ্জ-সিলেট সড়কে ৫টি সমিতির ৪ শতাধিক বাস যাতায়াত করে। এর মধ্যে গতকাল সরকারি নির্দেশনার আলোকে একটি সমিতি ১০টাকা ভাড়া কমানোসহ যাত্রীসেবার মান বৃদ্ধিতে উদ্যোগ নিয়েছে। অন্য চারটি সমিতি এখনো ওই উদ্যোগে সাড়া দেয়নি।