স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলা প্রশাসকের হস্তক্ষেপে ছাতক-সিলেট-সুনামগঞ্জ সড়কে অনিদিষ্টকালের জন্য ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। ছাতক পৌরসভা কর্তৃক সিএনজি চালিত অটোরিকশা, বাস, ট্রাকের উপর আরোপিত পৌরকর প্রত্যাহারের শর্তে মঙ্গলবার রাত ১২টায় পরিবহন শ্রমিকরা এ ঘোষণা দেন।
এর আগে মঙ্গলবার দিনভর মাইকিং করে পৌরকরসহ বিভিন্ন দাবিতে সুনামগঞ্জ জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদ অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেয়। পরে বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সাথে আলোচনা হয় শ্রমিক নেতাদের। আলোচনাকালে জেলা প্রশাসক বিষয়টির সুন্দর সমাধানের আশ্বাস দিলে ধর্মঘট প্রত্যাহারে রাজি হন শ্রমিক নেতারা।
ধর্মঘট প্রত্যাহরের ব্যাপারে সুনামগঞ্জ জেলা অটো-টে¯পু, অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ স¤পাদক ইজ্জাতুর রহমান বলেন, বুধবার থেকে ছাতক-সিলেট-সুনামগঞ্জ সড়কে অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সাথে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সিলেট বিভাগীয় সভাপতি সেলিম আহমদ ফটিক জানান, পরিবহন শ্রমিকদের দাবির বিষয়ে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম আগামী ৫ জুন পরিবহন নেতৃবৃন্দদের নিয়ে বৈঠক করে বিষয়গুলোর স্থায়ী নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন।