স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে বেসিক আউট সোর্সিং বিষয়ে দিনব্যাপি সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় স্থানীয় সার্কিট হাউস মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে রেডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেড এ কর্মশালার আয়োজন করে।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
সাংবাদিক মাসুম হেলালের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইটি বিশেষজ্ঞ আজিম মেহেদি। এতে জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২৮ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার মোহাম্মদ মনসুর উদ্দিন, দৈনিক সুনামকণ্ঠ সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়, দৈনিক সুনামগঞ্জের খবর সম্পাদক পঙ্কজ কান্তি দে, সাংবাদিক আজিজুল ইসলাম চৌধুরী, আইনুল ইসলাম বাবলু, লতিফুর রহমান রাজু, মাহবুবুর রহমান পীর, খলিল রহমান প্রমুখ।