জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নে নির্বাচন হওয়ার পক্ষে উচ্চ আদালত রায় প্রদান করায় আগামী ৪ জুন ষষ্ঠ ধাপের আওতায় নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানালেও তা এখনো নিশ্চিত হয়নি।
জানাগেছে, গত ২৪ মে মঙ্গলবার রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মজলুল হকের দায়ের করা একটি মামলায় হাইকোর্টের রায়ে সীমানা সংক্রান্ত বিরোধের কারণে জগন্নাথপুর উপজেলার ৬নং রাণীগঞ্জ ইউনিয়নের নির্বাচন ৩ মাসের জন্য স্থগিত করা হয়। পরে গত বৃহস্পতিবার এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল শুনানী হয়। এতে স্থগিতের পক্ষে রায় পুনঃবহাল হয়েছিল। তবে গত রোববার উচ্চ আদালতে মামলার আপিলের শুনানী শেষে নির্বাচন হওয়ার পক্ষে রায় ঘোষণা করা হয়।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনের সমন্বয়কারী মোহাম্মদ হুমায়ূন কবির জানান, আগামি ৪ জুন ষষ্ঠ ধাপের নির্বাচনে রাণীগঞ্জ ইউনিয়নের নির্বাচন সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। যদিও উচ্চ আদালতে নির্বাচনের পক্ষে রায় হলেও এখন পর্যন্ত নির্বাচন কমিশন থেকে কোন নির্দেশনা আসেনি। তবে ৪ জুন নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।