স্টাফ রিপোর্টার ::
সদর উপজেলার জয়নগর বাজারে ইমারত নির্মাণ কর্মী কল্যাণ সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জয়নগরবাজার ইমারত নির্মাণ কর্মী কল্যাণ সংগঠনের সভাপতি উম্মর আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাজু তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তাজুদুল ইসলাম তাজুল।
অনুষ্ঠানে অন্যদের বক্তব্য দেন মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হেমন্ত তালুকদার, জয়নগর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বদিউজ্জামান, ইমারত নির্মাণ কর্মী কল্যাণ সংগঠনের সুনামগঞ্জ জেলা সভাপতি শাহজাহান গাজী, সহ-সভাপতি সফিউল ইসলাম সাহেদ, সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, দফতর সম্পাদক আব্দুল হামিদ, সংগঠনের সদস্য নূরুল আমিন, আব্দুল কাইয়ুম প্রমুখ।
আলোচনা সভার আগে জয়নগর বাজার ইমারত নির্মাণ কর্মী কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দকে অতিথিদের সামনে পরিচয় করে দেওয়া হয়।