জগন্নাথপুর প্রতিনিধি ::
গত প্রায় দুই সপ্তাহ আগে জগন্নাথপুর ভিতর বাজারের প্রদীপ কুমার দেব নামের এক ব্যবসায়ীর ফোনের দোকানে চুরি হয়। চোরেরা দোকানে থাকা লোহার লকার ভেঙে নগদ প্রায় ৭ লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় গত সোমবার রাতে দোকানের কর্মচারী রাজন শর্মা, রঞ্জিত রায়, আশিষ দেব, অশোক দেবসহ ৪ জনকে গণধোলাই দিয়ে আটকে রাখেন বাজারের ব্যবসায়ীরা এবং তারা চুরির দায় স্বীকার করেছে বলে জানা গেছে।