তাহিরপুর প্রতিনিধি ::
তাহিরপুর উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউপি’র আওয়ামী লীগ প্রার্থী ও তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খাঁন নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন। মঙ্গলবার বিকেলে উত্তর শ্রীপুর ইউপির চাঁরাগাও এলসি পয়েন্ট এলাকায় গণসংযোগ ও সভা অনুষ্ঠিত হয়।
চারাগাঁও সমিতি কার্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান আমির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ প্রার্থী ও তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খাঁন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা, মতিশ রঞ্জন পাল, সীতেশ চন্দ্র পাল, বেণু রঞ্জন পাল, নকেশ পাল, কলাগাঁও মাদ্রাসা সুপার মাও. আ. মান্নান, বিশিষ্ট কয়লা আমদানিকারক মাঈন উদ্দিন ভুইয়া, উত্তর শ্রীপুর ইউপি যুবলীগ যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, যুবলীগ নেতা সেলিম ভুইয়া, ব্যবসায়ী মো. ছায়েদ, আ. খালেক, সিরাজ মিয়া, আ. কুদ্দুছ, শ্রমিক নেতা নজরুল ইসলাম প্রমুখ।
এসময় চেয়ারম্যানপ্রার্থী আবুল হোসেন খাঁন বিগত পাঁচ বছরে ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে আবারো তাঁকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।