স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার প্রাক্তন সভাপতি দিপালী চক্রবর্তীর ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় মহিলা পরিষদ কার্যালয়ে স্মরণসভার আয়োজন করা হয়।
মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি গৌরী ভট্টাচার্য্যরে সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক পাঞ্চালী চৌধুরীর সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন নারীনেত্রী শীলা রায়, সিনিয়র আইনজীবী ও কথাসাহিত্যিক স্বপন কুমার দেব, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শরীফা আশ্রাফী সম্পা প্রমুখ। বক্তারা প্রয়াত দিপালী চক্রবর্তীর কর্মময় জীবনের নানা দিক নিয়ে বক্তব্য প্রদান করেন।
বক্তারা বলেন, দিপালী চক্রবর্তী আমৃত্যু মানুষের অধিকার আদায়ের আন্দোলনে কাজ করে গেছন। নারী অধিকার আদায়ের আন্দোলনে ছিলেন অগ্রপথিক। তাঁর হাত ধরেই মহিলা পরিষদ সুনামগঞ্জ শাখা প্রতিষ্ঠিত হয়েছে। তিনি একাধারে বাংলাদেশ মহিলা পরিষদ সুনামগঞ্জ শাখার প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, সুনামগঞ্জ জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি এবং সুনামগঞ্জের সারদা সংঘের ও প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। বহুমুখী প্রতিভার অধিকারী দিপালী চক্রবর্তী অনেক উঁচুমাপের মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে।