জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে নির্বাচনী দায়িত্ব পালনকালে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে উপজেলার স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের উদ্যোগে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট গণস্বাক্ষরিত স্মারকলিপি গতকাল মঙ্গলবার দুপুরে প্রদান করা হয়। এতে উল্লেখ করা হয়, গত ২৮ মে নির্বাচনে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের বুধরাইল কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইকালে সন্ত্রাসীদের হামলায় প্রিজাইডিং অফিসার অরুণ কান্তি তালুকদার, সহকারি প্রিজাইডিং অফিসার স্কুল শিক্ষক তাজ উদ্দিন আহমদ ও শফিউর রহমান আহত হওয়ার ঘটনায় শিক্ষক সমাজের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।