ধর্মপাশা প্রতিনিধি ::
আগামী ৪ জুন অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনকে সামনে রেখে ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম চৌধুরীর সমর্থনে পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ পথসভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলমগীর কবিরের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবায়ের পাশা হিমুর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাশের নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মোহনগঞ্জ পৌর মেয়র অ্যাডভোকেট লতিফুর রহমান রতন, মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাজল সরকার, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাই তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য সুশীল চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এএসএম ওয়াসিম প্রমুখ।