স্টাফ রিপোর্টার ::
দিরাই উপজেলার কালিকোটা হাওরে নৌকা ডুবিতে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু সম্পর্কে আপন ভাই-বোন। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত তুষ্টি রাণী সরকার (৫) এবং তার ভাই তুষার সরকার (২) শাল্লা উপজেলার ঘুঙ্গিয়ারগাঁও গ্রামের হেমসেন সরকারের সন্তান।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার বিকেলে হেমসেন সরকার তার দুই সন্তান ও স্ত্রীসহ দিরাই উপজেলার বাংলাবাজার এলাকায় শিশুদের মামার বাড়িতে যাচ্ছিলেন। বিকেল সাড়ে ৫টায় ঝড়ের কবলে পড়ে ইঞ্জিন চালিত নৌকাটি ডুবে যায়। সন্ধ্যা সাড়ে ৬টায় শাল্লা ও দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দুই শিশুর লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের পরিবারে মাতম চলছে। পুলিশ লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।
শাল্লা থানার ওসি বজলার রহমান বলেন, পার্শ্ববর্তী দিরাই থানার বাংলাবাজার এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। তবে আমাদের পুলিশও ঘটনাস্থলে গিয়ে দুই শিশুর লাশ উদ্ধারে কাজ করেছে। লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।