ধর্মপাশা প্রতিনিধি ::
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমেদ কামরান বলেছেন, ষষ্ঠধাপে আগামী ৪জুন অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থীদের মার্কা নৌকার যদি কোনো কারণে পরাজয়ও ঘটে এতে সরকার পরিবর্তন হবে না। এ দেশে ২০১৯ সালের আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে না।
সাবেক মেয়র আরও বলেন, দেশের সকল মানুষের সার্বিক উন্নয়ন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে হবে। সিলেট বিভাগে এ পর্যন্ত যতগুলো ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে তার সবকটিতেই অবাধ, শান্তিপূর্র্ণ ভোটগ্রহণ হয়েছে। ভোটাররা নিজেদের পছন্দের প্রার্থীকেই ভোট দিয়েছেন। কোথাও কোনো ভোট কারচুপির ঘটনা ঘটেনি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনৈতিক কর্মকান্ডকে ইঙ্গিত করে বলেন, এ দেশের মানুষকে কষ্ট দিয়ে মাসের পর মাস অবরোধ ও হরতাল ডেকে পেট্রোল বোমা মেরে মানুষকে পুড়িয়ে মেরে ফেলে কখনো কোনো দাবি আদায় করা যায় না। কোনো দাবি আদায় করতে হলে গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করতে হয়।
ধর্মপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়নের মধ্যনগর মধ্যবাজারে গতকাল সোমবার বিকেল ৩টায় মধ্যনগর ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী প্রবীর বিজয় তালুকদার ও চামরদানি ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলমগীর খসরুর পক্ষে আয়োজিত নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথাগুলো বলেন।
মধ্যনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অখিল তালুকদারের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রনজিত সরকার, সিলেট জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, এমসি কলেজ শাখা ছাত্রলীগ নেতা লিটন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা সুব্রত সামন্ত সরকার, মধ্যনগর থানা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক গিয়াস উদ্দিন নূরী, মধ্যনগর থানা আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান খসুরুজ্জামান বাবলু, মধ্যনগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী প্রবীর বিজয় তালুকদার, চামরদানি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আলমগীর খসরু প্রমুখ।