জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর উপজেলা পরিষদের সাথে ইউনিয়ন পরিষদসমূহের পরিকল্পনা ও বাজেট সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ও এনজিও সংস্থা শরিক কর্মসূচি এবং হেলভেটাস সুইস ইন্টার কোঅপারেশনের সহযোগিতায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বাজেট সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ূন কবিরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মিরপুর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জমির উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, এনজিও সংস্থা শরিক প্রকল্পের কর্মকর্তা আব্দুস সালেক খোকন, কলকলিয়া ইউপি সচিব শামসুল আলম, পাটলি ইউপি সচিব হেমন্ত বিশ্বাস, চিলাউড়া-হলদিপুর ইউপি সচিব বিপ্লব রায়, রাণীগঞ্জ ইউপি সচিব আব্দুল গফুর, সৈয়দপুর-শাহারপাড়া ইউপি সচিব সুধন চন্দ্র সরকার, আশারকান্দি ইউপি সচিব তোফাজ্জল হোসেন, পাইলগাঁও ইউপি সচিব প্রবীণ রঞ্জন পুরকায়স্থ, কলকলিয়া ইউপি সদস্য লিয়াকত হোসেন অমৃত, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা বদরুল ইসলাম প্রমুখ।