স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের দুঃস্থ মুক্তিযোদ্ধার কন্যা সন্তানদেরকে সেলাই মেশিন প্রদান করেছেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল। রোববার রাতে চেম্বার অব কমার্স ভবনে বিভিন্ন এলাকার ৫ দুঃস্থ মুক্তিযোদ্ধার কন্যা সন্তানদেরকে সেলাই মেশিন প্রদান করেন। এসময় সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড অফিসে ৩২ ইঞ্চি এলইডি টিভি প্রদান করেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খোন্দকার মঞ্জুর আহমদ।
সেলাই মেশিন প্রদানকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মজিদ, জেলা যুবলীগের সিনিয়র সদস্য অ্যাডভোকেট কল্লোল তালুকদার চপল, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মঞ্জু তালুকদার, জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি ওবায়দুর রহমান কুবাদ প্রমুখ।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধার সন্তানদের মধ্যে তাছলিমা আক্তার, নাছরিন আক্তার, রোজিনা বেগম, সাদিয়া সিদ্দিকা ও শামীমা বেগমকে সেলাই মেশিন প্রদান করা হয়।