সুনামগঞ্জে পল্লী বিদ্যুতের লোডশেডিং বেড়েছে। প্রচ- এ গরমে ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন হয়ে পড়েছে অতিষ্ঠ। গ্রাহকরা এজন্য বিদ্যুৎ কর্তৃপক্ষের চরম অবহেলা ও খামখেয়ালিপনাকে দায়ী করেছেন। এ বিষয়ে গতকাল সুনামকণ্ঠে সংবাদ প্রকাশিত হয়েছে।
সংবাদে বলা হয়েছে, বৈরি আবহাওয়া ছাড়াও পল্লীবিদ্যুৎ দিনে ও রাতে থাকে না। প্রথম রমজানের তারাবি নামাজেও ছিল না বিদ্যুৎ। এতে সাধারণ মানুষ ও মুসল্লিরা মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন, ব্যবসা বাণিজ্যের চরম ক্ষতি হচ্ছে।
দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বেড়েছে, তারপরও মানুষের ভোগান্তি যাচ্ছে না এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই রমজানে উষ্ণ আবহাওয়া বিরাজ করছে। স্বাভাবিক কারণেই বিদ্যুতের চাহিদাও বেশি। পল্লী বিদ্যুতের ভোগান্তি দূর করতে জরুরিভিত্তিতে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। লোডশেডিংয়ের অন্য যেসব কারণ রয়েছে সেগুলোও দূর করার ব্যবস্থা নিতে হবে। পল্লী বিদ্যুতের মাত্রাতিরিক্ত লোডশেডিং কাম্য নয়।