স্টাফ রিপোর্টার ::
তিনটি ধাপে অনুষ্ঠিত সুনামগঞ্জের ১১ উপজেলার মধ্যে দুটি ধাপের নির্বাচন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে। আগামী ৪ জুন তাহিরপুর, বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ এবং ধর্মপাশা উপজেলায় নির্বাচনের মাধ্যমে শেষ হবে স্থানীয় সরকারের এই উৎসবমুখর ইউনিয়ন পরিষদ নির্বাচন। প্রথম বারের মতো দলীয় প্রতীকে নির্বাচন হলেও দলীয় প্রতীক না পেয়েও নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ-বিএনপি’র একাধিক বিদ্রোহী প্রার্থী। নানা প্রতিকূলতা ডিঙ্গিয়ে দলের বাইরে গিয়েও নিজের জনপ্রিয়তা ও ক্যারিশমায় বিজয়ী হয়েছেন বিদ্রোহীরা। প্রতিটি নির্বাচনেই তাদের জয় বৃদ্ধির পরিসংখ্যান লক্ষ্য করা গেছে। ফলে অন্য এলাকার বিদ্রোহীরাও তাদের জয়ে উজ্জীবিত হচ্ছেন।
গত ৩১ মার্চ ছাতক ও ২৩ এপ্রিল সদর, দোয়ারা, দক্ষিণ সুনামগঞ্জ এবং গত ২৮ এপ্রিল জগন্নাথপুর, দিরাই এবং শাল্লা উপজেলায় অনুষ্ঠিত নির্বাচনে ধারাবাহিকভাবে বিজয়ী বিদ্রোহী প্রার্থীর পরিসংখ্যান বৃদ্ধি পেয়েছে। আসন্ন তাহিরপুর, বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ এবং ধর্মপাশা উপজেলা নির্বাচনেও বিদ্রোহী অনেক প্রার্থী বিজয়ী হবেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
আওয়ামী লীগ-বিএনপি’র একাধিক নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, মনোনয়ন বাণিজ্য, যোগ্য প্রার্থীদের মনোনয়ন না দেওয়াসহ নানা কারণে দলীয় প্রার্থীর পরাজয় হয়েছে বলে তারা মনে করেন। তৃণমূল থেকে জেলা এমনকি কেন্দ্র পর্যন্ত জমজমাট মনোনয়ন বাণিজ্য হয়েছে। এ কারণে দুই দলের বিদ্রোহী অনেক প্রার্থী সহজে বিজয়ী হতে পেরেছেন।
জানা গেছে, সারাদেশে ষষ্ঠ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হলেও সুনামগঞ্জ জেলায় তিনটি ধাপে নির্বাচনের আয়োজন করা হয়। এর মধ্যে দুটি ধাপে নির্বাচন শেষ হয়েছে। প্রতিটি ধাপেই বিদ্রোহী প্রার্থীদের বিজয় বৃদ্ধি পেয়েছে।
নির্বাচনী ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, জেলার প্রথম দফা অনুষ্ঠিত গত ৩১ মার্চ ছাতকের ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৯টি ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী, ৩টি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হন। জেলায় দ্বিতীয় দফা সুনামগঞ্জ সদর, দক্ষিণ সুনামগঞ্জ এবং দোয়ারাবাজারে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৫টি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী এবং ৩টি ইউনিয়নে বিএনপির বিদ্রোহী প্রার্থী বিজয়ী হন। গত ২৮ তারিখ জেলায় তৃতীয় দফা অনুষ্ঠিত নির্বাচনেও বিদ্রোহীদের জয় বৃদ্ধি পেয়েছে। দিরাই, শাল্লা এবং জগন্নাথপুরে আওয়ামী লীগের ৬ বিদ্রোহী এবং দিরাইয়ে বিএনপি’র দুই বিদ্রোহী প্রার্থী জয় পেয়েছেন। এভাবে তিনটি ধাপের নির্বাচনে ধারাবাহিকভাবে জেলায় বিদ্রোহী প্রার্থীদের জয় বৃদ্ধি পেয়েছে।
বিদ্রোহীদের ধারাবাহিক জয় বৃদ্ধি পাওয়ায় তাহিরপুর, বিশ্বম্ভরপুর, ধর্মপাশা এবং জামালগঞ্জের বিদ্রোহীরাও উজ্জীবিত হয়েছেন। ইতোমধ্যে অনুষ্ঠিত বিদ্রোহীদের জয়ের প্রভাব শেষ দফা নির্বাচনেও পড়বে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।