ভ্রাম্যমাণ প্রতিনিধি ::
জামালগঞ্জ উপজেলায় নৌকার পক্ষে গণসংযোগ করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাড. রণজিৎ সরকার। গতকাল রোববার বিকেলে তিনি উপজেলার সাচনা বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম শামীমের পক্ষে গণসংযোগ করেন।
সাচনাবাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তিনি নৌকার পক্ষে লিফলেট বিতরণ করেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আবু তাহের তালুকদার, সাবেক সহ-সভাপতি আনফর আলী টুকু, সাবেক সাধারণ সম্পাদক মানিক মিয়া, যুবলীগ নেতা ইকবাল আল আজাদ, জসিম উদ্দিন তালুকদার, জাবেদ জাহাঙ্গীর, সুব্রত তালুকদার, ছাত্রলীগ নেতা আরিফ আলম লিমন, উজ্জ্বল, রুবেল, হেলাল প্রমুখ।
অপরদিকে ভীমখালি ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান শাহ’র পক্ষে নোয়াগাঁও বাজারে গণসংযোগ করেন অ্যাড. রণজিৎ সরকার।