ধর্মপাশা প্রতিনিধি ::
আগামী ৪জুন অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের গোলকপুর বাজারে শনিবার বিকেলে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ মনোনীত ওই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ফরহাদ আহমদের পক্ষে নৌকা প্রতীকে ভোট চাইতে ও নির্বাচনী প্রচারণা চালাতে এ পথসভার আয়োজন করা হয়।
সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল আজিজ চৌধুরীর সভাপতিত্বে ও ওই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রধানের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি আলমগীর কবীর, মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অ্যাডভোকেট লতিফুর রহমান রতন, সাধারণ সম্পাদক শহীদ ইকবাল, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক অ্যাড. আবদুল করিম, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবায়ের পাশা হিমু, উপজেলা যুব লীগের যুগ্ম আহ্বায়ক এসএম ওয়াসিম, যুবলীগ নেতা শাহজাহান কবির রুবেল, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।