দিরাই প্রতিনিধি ::
দিরাই উপজেলার ৯টি ইউনিয়নের ৭ টিতেই নতুন মুখের জয় হয়েছে। করিমপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আছাব উদ্দিন সরদার ও সরমঙ্গল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান এহসান চৌধুরী ব্যতীত সকল নতুন মুখের জয় হয়েছে। তারা হলেন রফিনগর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী রেজুয়ান হোসেন খান, ভাটিপাড়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহজাহান কাজী, রাজানগর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী সৌম্য চৌধুরী, চরনারচরে বিএনপি প্রার্থী রতন কুমার তালুকদার, জগদল ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শিবলী আহমদ বেগ, তাড়ল ইউনিয়নে বিএনপির বিদ্রোহী প্রার্থী আব্দুল কুদ্দুস ও কুলঞ্জ ইউনিয়নে বিএনপির প্রার্থী মুজিবুর রহমান।