ছাতক প্রতিনিধি ::
ছাতক প্রেসক্লাবের দপ্তর সম্পাদক বিজয় দত্ত সপরিবারে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে গতকাল শনিবার সন্ধ্যায় ছাতক প্রেসক্লাব কার্যালয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন-অর রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলিমের পরিচালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা সভায় বিদায়ী অতিথির বক্তব্য রাখেন, বিজয় দত্ত।
বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নুর মিয়া রাজু, অর্থ সম্পাদক বিজয় রায়, সদস্য অসিত কুমার দাস, সাংবাদিক জাহাঙ্গীর আলম চৌধুরী, আমির আলী, সেলিম মাহবুব। এসময় বিদায়ী অতিথির সহধর্মিণী মুন্নি দত্ত ও দু’পুত্র তুর্য্য দত্ত এবং সূর্য্য দত্ত উপস্থিত ছিলেন।
প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী অতিথির হাতে উপহার তুলে দেয়া হয়।