স্টাফ রিপোর্টার ::
জেলা যুবলীগের আহ্বায়ক ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খায়রুল হুদা চপলকে সংবর্ধনা দেয়া হবে। আজ শনিবার সকাল ১১টায় শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সুনামগঞ্জ জেলা ও উপজেলা কমান্ড।
সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ।
প্রধান বক্তার বক্তব্য রাখবেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষাবিদ প্রফেসর পরিমল কান্তি দে।