জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে চান মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার আশারকান্দি ইউনিয়নের ধাওরাই গ্রামের মৃত কেয়ামত উল্লার ছেলে।
জানগেছে, গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে নিজ বাড়ির একটি গাছের ডালের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় বৃদ্ধ চান মিয়া’র লাশ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
জগন্নাথপুর থানার এএসআই কাইয়ূল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃদ্ধ চান মিয়া একজন মানসিক রোগী ছিলেন।