ধর্মপাশা প্রতিনিধি ::
তথ্য গোপন করে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সাধারণ সদস্য পদে অংশ নেওয়ায় অভিযোগে উঠেছে ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদ প্রার্থী মো. নূরুল ইসলামের বিরুদ্ধে। গত বুধবার বিকেলে এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে ওই ওয়াডের্র সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. নয়ন মিয়া লিখিতভাবে অভিযোগ করেছেন।
অভিযোগ থেকে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদের প্রার্থী মো. নূরুল ইসলাম বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) একজন বীজ ডিলার। নির্বাচনী বিধিমালায় চতুর্থ পরিচ্ছেদে ৩ (ছ) ধারা অনুযায়ী ওই ইউনিয়নের একজন ডিলার হওয়ার কারণে ওই প্রার্থীর নির্বাচনে অংশ নেওয়া সম্পূর্ণ বেআইনি।
এ ব্যাপারে ৬নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদ প্রার্থী মো. নূরুল ইসলাম বলেন, আমি ধর্মপাশা সদর ইউনিয়নের এক বীজ ডিলার। ইউপি নির্বাচনে কোনো বীজ ডিলার অংশ নিতে পারবে না এটি আমার আগে জানা ছিল না।
উপজেলা নির্বাচন কর্মকর্তা এবিএম সাইফুজ্জামান বলেন, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পর যে নির্দেশনা পাব, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।