বিশ্বম্ভরপুর প্রতিনিধি ::
বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ও বাদাঘাট দক্ষিণ ইউনিয়নে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে গণসংযোগ করেছেন জেলা ও উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ। শুক্রবার বিকেলে ধনপুর ইউনিয়নে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী প্রিন্সিপাল সৈয়দ রমিজ উদ্দিন ও বাদাঘাট দক্ষিণ ইউনিয়নে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী অ্যাড. ছবাব মিয়ার পক্ষে গণসংযোগকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. আব্দুল হক, জেলা মৎস্যজীবী দল সাধারণ সম্পাদক হায়াতুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা সুকেশ চন্দ্র দেবনাথ, রাজু আহমেদ, মনির হোসেন, ফজলুর রহমান, সাদেম আলী, জিল্লুর রহমান, গোলাপ মিয়া প্রমুখ।