জাউয়াবাজার প্রতিনিধি ::
সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা হিরন মাহমুদ নিপুর নিঃশর্ত মুক্তির দাবিতে ছাতকের জাউয়া বাজারে ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে মিছিলটি জাউয়াবাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সভায় মিলিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ছাতক উপজেলা আ.লীগের আহ্বায়ক কমিটির সদস্য শাহীন মিয়া তালুকদার, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রেজাউল করিম রেজা, সুলতান মনসুর, আ.লীগ নেতা ইসলাম উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাছুম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মিনহাজ খান, ছাত্রলীগ নেতা আইন উদ্দিন, কয়েছ আহমদ, এমরান হোসেন, জাহাঙ্গীর আলম, রকি মিয়া, মইনুল হোসন, রাব্বী আহমদ, গোলাম কিবরিয়া, জুয়েল মিয়া প্রমুখ।