ছাতক প্রতিনিধি ::
ছাতকে কিশোরী মারজানা বেগম অপহরণকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহ¯পতিবার বিকেলে রাজাপুর-আকুপুর গ্রামবাসীর উদ্যোগে জমসিদ আলীর সভাপতিত্ব ও জাহাঙ্গীর আলম এবং মানিক মিয়ার যৌথ পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- কালারুকা ইউনিয়ন আ.লীগের সভাপতি আফতাব উদ্দিন, মুহিবুল হক, মাওলানা আরিফুল হক ইদ্রিস, ইউপি সদস্য কবির আহমদ, সদরুল ইসলাম, আরশ আলী, মনির উদ্দিন, মিজানুর রহমান, সাইফ উদ্দিন, লায়েক মিয়া, শাহিনুর রহমান বাবুল, আবুল হোসেন মনাই, মানিক মিয়া, রিয়াদ চৌধুরী, সাবুল মিয়া, সাদিকুর রহমান প্রমুখ।
প্রতিবাদ সভার বক্তরা বলেন, অপহরণ ঘটনার পর ভিকটিমের পিতা বাদি হয়ে ছাতক থানায় মামলা দায়ের করেছেন। কিন্তু এখনো আসামিরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তারা অবিলম্বে আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।