স্টাফ রিপোর্টার ::
শিক্ষক ওয়াছিদ আলী মাস্টারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার দুপুরে ধর্মপাশা উপজেলার মাটিকাটা পুরাতন জামে মসজিদ, বাদশাগঞ্জ মাদ্রাসা ও বাদশাগঞ্জ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ওয়াছিদ আলী মাস্টার ধর্মপাশায় শিক্ষা বিস্তারে ভূমিকা রাখেন। প্রথমে তিনি ধর্মপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন এবং মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে অবসরগ্রহণ করেন। পরে সাবেক এমপি সৈয়দ রফিকুল হকের অনুরোধে তিনি বাদশাগঞ্জ মাদ্রাসায় এক যুগেরও বেশি সময় শিক্ষকতা করেন।
সাংবাদিক সাইফ উল্লাহর পিতা ওয়াছিদ আলী’র মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন মহল শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন সুনামগঞ্জ ১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সাবেক এমপি অ্যাড. সৈয়দ রফিকুল হক সোহেল, বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শামছুদ্দিন আহমেদ, বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামরুল হাসান চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন চৌধুরী, কেন্দ্রীয় যুবদলের সদস্য মামুন অর রশিদ, মৌলানা আমিরুল ইসলাম, মৌলানা সৈয়দ আরমান নুর, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক ইতিয়াহ হোসেন চৌধুরী স্বপন, জামালগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক আবুু তৌহিদ জুয়েল, আ.লীগ নেতা শামীম আহমেদ মুরাদ, দেনিয়ার হোসেন খান পাঠান, শাহ আব্দুল বারেক ছোটন, মো. মোসাহিদ তালুকদার, বিএনপি নেতা জুলফিকার আলী ভুট্টো, তরুণলীগ নেতা সৈয়দ সুজন আহমেদ, সেলবরষ ইউনিয়নের যুবলীগ সভাপতি মো. দুলা মিয়া, যুবলীগ নেতা শাওখাত হোসেন সাকু, সাদেক হোসেন জিটু, ধর্মপাশা উপজেলা শ্রমিক ইউনিয়নে সভাপতি মো. কবির আহম্মেদ, যুবলীগ নেতা মো. ফারুক মিয়া, বঙ্গমাতা নারী কল্যাণ সমিতির সভাপতি ইয়াসমিন আক্তার প্রমুখ।