তাহিরপুর প্রতিনিধি ::
তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগ-বিএনপি’র সমর্থকদের মধ্যে মারামারি, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুই প্রার্থীর ক্ষুব্ধ সমর্থকরা একে অন্যের অফিস ভাঙচুর করেছেন। এ ঘটনায় বিএনপি মনোনীত প্রার্থী আবুল কাশেমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৃহস্পতিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১১টা) আবুল কাশেম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ছিলেন।
জানা যায়, বৃহস্পতিবার বিকেলে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম এবং আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জামাল উদ্দিনের সমর্থকরা হাঙ্গামায় জড়িয়ে পড়েন। এতে আওয়ামী লীগ প্রার্থী জামাল উদ্দিনের সমর্থক চানপুর গ্রামের রুকন উদ্দিন, হারুন মিয়া, আব্দুল মোতালিব এবং আব্দুন নূর আহত হন। বিএনপি প্রার্থী আবুল কাশেমের কয়েকজন কর্মীও আহত হন। এর জের ধরে উভয়ের সমর্থকরা চানপুর বাজারে পরস্পরের নির্বাচনী অফিস ভাঙচুর করেন।
সংঘর্ষের খবর পেয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন এবং ও ওসি মো. শহীদুল্লাহ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় বিএনপি প্রার্থী আবুল কাশেমকে আটক করে নিয়ে আসা হয়।
তাহিরপুর থানার ওসি মো. শহিদুল্লাহ বলেন, এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন এবং পরস্পরের অফিস ভাঙচুর হয়েছে। বিএনপি মনোনীত প্রার্থী মো. আবুল কাশেমকে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।