স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ডলুরা-বালাট, বর্ডারহাট রোড ভায়া সৈয়দপুর কোণাবাড়ি এবং ফেনাবিল রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় স¤পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ। বৃহস্পতিবার বিকেলে এ উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।
এ সময় এমপি মিসবাহ বলেন, গ্রামীণ অবকাঠামো, রাস্তাঘাট ও সেতু কালভার্ট নির্মাণে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাব। গ্রামের মানুষের উন্নয়নে আমি আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি। আমার মেয়াদকালের মধ্যে প্রতিটি গ্রামকে পাকা রাস্তায় আওতায় নিয়ে আসার চেষ্টা চালিয়ে যাবো।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন’র সম্পাদক আহমেদুজামান হাসান, উপজেলা প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, জেলা জাপা’র যুগ্ম আহ্বায়ক রশিদ আহমদ, জেলা জাতীয়পার্টি নেতা হাজী হেলাল, আ.লীগ নেতা নাদির শাহ, জাতীয়পার্টি নেতা ফারুক আহমদ, সাজ্জাদুর রহমান সাজু, মো. সাজিুদুর রহমান, সাবেক মেম্বার মোমেন মিয়া প্রমুখ।
উল্লেখ্য, স্থানীয় সরকার বিভাগ এই উন্নয়ন কাজটি বাস্তবায়ন করছে। এক কিলোমিটার রাস্তা উন্নয়নে ৭৮ লাখ টাকা ব্যয় হবে।