সুনামকণ্ঠ ডেস্ক ::
সুনামগঞ্জের বিস্তীর্ণ হাওর এলাকার সর্বশেষ পরিস্থিতি পরিদর্শনে আজ বৃহস্পতিবার আসছে আওয়ামী লীগের প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন আ.লীগের যুগ্ম-সাধারণ স¤পাদক মাহবুব-উল আলম হানিফ।
বুধবার বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে স¤পাদকম-লীর এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সাধারণ স¤পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
প্রতিনিধি দলের সদস্যরা হলেন সাংগঠনিক স¤পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, কৃষি ও সমবায় বিষয়ক স¤পাদক ফরিদুন্নাহার লাইলী এবং ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক স¤পাদক সুজিত রায় নন্দী।