স্টাফ রিপোর্টার ::
জেলা শহরের শ্রীশ্রী জগন্নাথ জিউর মন্দির পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করেছেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ূব বখত জগলুল। গতকাল বুধবার সকালে তিনি এ নির্মাণ কাজের উদ্বোধন করেন। এসময় মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি সুবাস রায়, সাধারণ সম্পাদক বিজয় তালুকদার বিজু, পৌর কাউন্সিলর চঞ্চলকুমার লোহ, যুগ্ম সাধারণ সম্পাদক শংকর বণিক, প্রচার সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র বণিক, দপ্তর সম্পাদক প্রীতেষ বণিক, সদস্য ভোলানাথ রায়, চিত্তরঞ্জন দে, বজু বণিক, হিরু বণিক, খোকন বণিক, মাখন লাল শর্মা, জয়ন্ত বণিক, কালু কর্মকার, সুমন বণিক প্রমুখ।