ধর্মপাশা প্রতিনিধি ::
আচরণবিধি লঙ্ঘনের দায়ে ধর্মপাশা উপজেলায় ৯জন প্রার্থীকে ১৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে উপজেলার মধ্যনগর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী প্রবীর বিজয় তালুকদারকে তিন হাজার টাকা, একই ইউনিয়নের বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল কাইয়ুম মজনুকে তিন হাজার টাকা এবং একই ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী পরিতোষ সরকারকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও একই অভিযোগে মধ্যনগর ইউনিয়নের চারজন সাধারণ সদস্য প্রার্থী, একজন নারী সদস্য প্রার্থী ও পাইকুরাটি ইউনিয়নের একজন নারী সদস্য প্রার্থীর প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ধর্মপাশা উপজেলার দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা গতকাল বুধবার বিকেলে ও সন্ধ্যায় এ আদালত পরিচালনা করেন। আগামী ৪জুন এ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।