স্টাফ রিপোর্টার ::
শুধু দুর্যোগ নয় আনন্দময় মুহূর্তেও সুনামগঞ্জ আসার ইচ্ছা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। সোমবার সন্ধ্যায় মতবিনিময়কালে তিনি তাঁর সরল-সহজ ভঙ্গিমায় সুধীজনদের সাথে কথা বলেন।
রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, আমার সাথের যাঁরা ছিলেন, আজ তাঁরা কেউ নেই। ক’দিন আগে সুরঞ্জিত সেনগুপ্তও চলে গেলেন। এর আগে দেওয়ান ওবায়দুর রাজা, আব্দুজ জহুর, আব্দুস সামাদ আজাদ, হোসেন বখত, জগৎজ্যোতি, আরও অনেকেই চলে গেছেন। যাঁরা চলে গেছেন, তাঁরা সবাই চেষ্টা করেছেন আমাকে সুনামগঞ্জে নিয়ে আসতে। কিন্তু এ সময় আমি আসতে পারিনি। আমি শুধু দুর্যোগে নয়, আনন্দময় মুহূর্তে আসতে চাই সুনামগঞ্জে। তিনি সুনামগঞ্জের সবাইকে ঢাকা গেলে তাঁর সাথে দেখা করার জন্য আমন্ত্রণ দিয়ে যান।