স্টাফ রিপোর্টার ::
রাষ্ট্রপতির সাথে মতবিনিময়কালে সুধীজন ওএমএস’র বরাদ্দ বৃদ্ধির দাবি জানান।
বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা বলেন, ‘আজ সুনামগঞ্জের মানুষ হতাশায় ভুগছেন। ঠিক তখনই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মহামান্য রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির আগমনে কৃষকদের মনে আশার সঞ্চার হয়েছে। আশার আলো জ্বেলে উঠছে।’ তিনি বলেন, ‘জেলার প্রতি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ডিলার নিয়োগ দিয়ে ওএমএস’র বরাদ্দ বাড়াতে হবে। আগামী দিনে যাতে কৃষকরা সংকটের মুখোমুখি না হয়, সেই ব্যবস্থা করতে হবে। বাঁধ নির্মাণে দুর্নীতিবাজদের শাস্তির ব্যবস্থা করতে হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, ‘হাওরপাড়ের ফসলহারা মানুষ এখন শোকাহত। এ জেলার ফসলহারা কৃষকের আর্তনাদ শুনে হৃদয়ে স্পর্শ করায় মহামান্য রাষ্ট্রপতি আজ সুনামগঞ্জে ছুটে এসেছেন। অন্যান্যদের চেয়ে হাওরপাড়ের মানুষের খবর তিনি অনেক বেশি জানেন। আমরা আশাবাদী এখন কৃষকের দুঃখ লাঘব হবে। ফসলহারা কৃষকরা জানে না তাঁরা কিভাবে বেঁচে থাকবেন। আমরা বাঁধ নির্মাণে জড়িতদের শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, ওএমএস’র চাল চৈত্রমাস পর্যন্ত চালু রাখা জরুরি প্রয়োজন।’