স্টাফ রিপোর্টার :
মতবিনিময় সভায় রাজনীতিবিদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট। এসময় তিনি বলেন, যারা বাঁধ নির্মাণে অনিয়ম করেছে তাদের শাস্তি দিতে হবে। পাউবো, ঠিকাদারদের সঙ্গে সঙ্গে পিআইসি’র যারা কমিটি করেছে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। এদের কারণেই প্রতিবছর ফসলহানি ঘটে।
কিছু সময় পরেই বক্তব্য দেন এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। তিনি বলেন, কথা ঠিক সবার বিচার হতে হবে। যারা ঠিকাদার তারা কিন্তু আমাদের কারো কারো নিজের মানুষ। বিষয়টি আমরা পত্রপত্রিকায়ও দেখেছি।
সাংসদ মুহিবুর রহমান মানিক বলেন, জেলা পরিষদ চেয়ারম্যান সাহেবের সঙ্গে একমত আমি। পাউবো, ঠিকাদার, পিআইসি’র বিচার হতে হবে। ঠিকাদারদের আইনের আওতায় এনে তাদের গ্রেফতার করতে হবে। চুরি হলে অন্য সবার সঙ্গে চোরও চিৎকার করে বলে চোর চোর।