তাহিরপুর প্রতিনিধি ::
তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগ প্রার্থীর সমর্থনে সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ শেষে মোয়াজ্জেমপুর বাজারে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি নুরুল আমিন। এ সময় তিনি আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিশ্বজিৎ সরকারকে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
ইউনিয়ন আ.লীগ সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, উপজেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক ও চেয়ারম্যান প্রার্থী বিশ্বজিৎ সরকার, সাবেক ইউপি সদস্য প্রভাত সরকার, আবুল খয়ের, বজলু মিয়া প্রমুখ।