স্টাফ রিপোর্টার ::
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে জেলা উদীচী শিল্পীগোষ্ঠী। গতকাল বুধবার বিকেলে মরাটিলাস্থ শিক্ষক মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা উদীচীর সভাপতি বিজন সেন রায়ের সভাপতিত্বে ও অ্যাড. প্রসেনজিৎ দে’র পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নারীনেত্রী শীলা রায়।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উদীচী’র সহ-সভাপতি অঞ্জন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক অ্যাড. এনাম আহমেদ, সদস্য রমেন্দ্র কুমার দে মিন্টু, মানব চৌধুরী, পুলক রাজ প্রমুখ।
নজরুল সংগীত পরিবেশন করেন অন্তরা খাসনবিশ, চন্দনা, ডাল্টন, বন্দনা, বাসনা, পঞ্চম, দিয়া প্রমুখ।
বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি প্রেমের কবি, সাম্য ও মানবতার কবি। নবজাগরণ, তারুণ্য, সত্য ও সুন্দরের কবি। গানে, কবিতায়, নাটকে, গদ্যসাহিত্যের সব শাখায় তিনি ফুটিয়ে তুলেছেন জীবনের নানা চিত্র। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে তাঁর লেখা কবিতা ও গান প্রেরণা জুগিয়েছে, উজ্জীবিত করেছে স্বাধীনতাকামী মানুষদের।
এদিকে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মজয়ন্তী উদ্যাপন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ শহর সংসদ। এ উপলক্ষে গতকাল বুধবার বিকেলে শহরের পুরাতন শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ছাত্র ইউনিয়নের শহর সংসদের সভাপতি শৈলেন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ফয়সল আহমদের সঞ্চালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন কবি ইকবাল কাগজী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিদ চিত্তরঞ্জন তালুকদার, কুমার সৌরভ, প্রভাষক এনামুল কবির।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন সরকারি কলেজ সংসদের সভাপতি দ্বিপাল ভট্টাচার্য্য, সাইফুল ইসলাম, জাকির হোসেন, আবু জাকের প্রিন্স, পুলক তালুকদার, তৈয়বুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ছিলেন গণমানুষের কবি। তিনি সকল ধর্মের জন্য গান ও কবিতা রচনা করেছেন। নজরুল ছিলেন মাটি ও মানুষের কবি।