স্টাফ রিপোর্টার ::
জগন্নাথপুর ও তাহিরপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২৬ প্রার্থীকে জরিমানা করা হয়েছে। এর মধ্যে জগন্নাথপুরে ৯ জন ও তাহিরপুরে ১৭ জন প্রার্থী রয়েছেন।
গতকাল মঙ্গলবার জগন্নাথপুরে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৯ প্রার্থীকে জরিমানা করা হয়। ওইদিন বিকেলে জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট বিশ্বজিত কুমার পালের নেতৃত্বে উপজেলার কলকলিয়া ইউনিয়ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযানকালে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপির চেয়ারম্যান প্রার্থী রফিক মিয়া ৫ হাজার, জাপার চেয়ারম্যান প্রার্থী গয়াছ মিয়া ৫ হাজার, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্য প্রার্থী আব্দুল হাশিম ২ হাজার, রিতা রাণী দেব ২ হাজার, বাতির মিয়া ২ হাজার, ছমিরুল হক ২ হাজার, ছফেদা বেগম ২ হাজার, তারা মিয়া ২ হাজার ও আজিজুর রহমানকে ২ হাজারসহ ৯ জন প্রার্থীকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, তাহিরপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে দেয়ালে পোস্টার সাঁটানোর জন্য ১৭ প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বিশ্বাস তাহিরপুর উপজেলা সদর ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৭জন প্রার্থীর কাছ থেকে ৬১ হাজার টাকা জরিমানা আদায় করেন। এদের মধ্যে রয়েছেন ৫ জন চেয়াম্যান প্রার্থীর কাছ থেকে ৫ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়। প্রার্থীরা হলেন মোতাহার হোসেন আখঞ্জি শামীম (নৌকা), বোরহান উদ্দিন (ধানের শীষ), আওয়ামী লীগ বিদ্রোহী ইকবাল হোসেন তালুকদার (চশমা), স্বপন কুমার দাশ (ঢোল), স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান (টেলিফোন)। তাছাড়া ১১ জন ইউনিয়ন পরিষদ সাধারণ সদস্য ও ১ জন মহিলা সদস্যা প্রার্থীর কাছ থেকে ৩ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।