স্টাফ রিপোর্টার ::
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নে বিএনপি মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী রতন কুমার তালুকদারের সমর্থনে ইউনিয়নের কামালপুর বাজারে মঙ্গলবার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহ্বায়ক ও দিরাই-শাল্লার সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী। এ সময় তিনি বলেন, দেশ আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশের মানুষের জানমালের কোন নিরাপত্তা নেই। কৃষকরা ধানের ন্যায্য মূল্য পাচ্ছে না। বিনাভোটের সরকার দেশ পরিচালনা করছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনেও তারা বিনাভোটে নির্বাচিত হওয়ার চেষ্টা করছিলো কিন্তু আমরা তা হতে দেইনি। আসুন দেশ বাঁচাতে ধানের শীষে ভোট দেই। তিনি আরো বলেন, চরনারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরা এমন একজন প্রার্থী দিয়েছি যিনি উচ্চশিক্ষিত। এলাকায় একজন ভালো মানুষ হিসেবে পরিচিত। এলাকার সামাজিক উন্নয়নে রয়েছে যার বিশেষ অবদান। আমরা সবাই মিলে ধানের শীষে ভোট দিয়ে বিএনপি প্রার্থীকে বিজয়ী করতে চাই। আমরা সরকারকে দেখিয়ে দিতে চাই, চরনারচরের মানুষ অবৈধ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না।
এসময় বক্তব্য রাখেন চরনারচর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রতি কান্ত দাস, দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, চরনারচর ইউনিয়ন বিএনপি মনোনীত প্রার্থী রতন কুমার তালুকদার প্রমুখ।