জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নে নৌকার বিরুদ্ধে আ.লীগ নেতারা অবস্থান নিয়েছেন বলে অভিযোগ করেছেন আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আংগুর মিয়া। এ নিয়ে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে পাটলি ইউনিয়নের আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আংগুর মিয়া কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক বরাবরে লিখিত অভিযোগ করেন। অভিযোগের অনুলিপি কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনকে দেয়া হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়, সুনামগঞ্জ জেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আ.লীগের সভাপতি-সম্পাদকসহ কতিপয় নেতারা দলীয় প্রার্থী আংগুর মিয়া নৌকা প্রতীকের বিরুদ্ধে অবস্থান নিয়ে নৌকার বিজয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। উপরন্তু তারা বিদ্রোহী প্রার্থী সিরাজুল হককে বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতা করে যাচ্ছেন।
এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী আংগুর মিয়া বলেন, দলের শীর্ষ নেতাদের এমন আচরণ কোন অবস্থাতেই কাম্য নয়।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু বলেন, আংগুর মিয়ার অভিযোগ সত্য নয়। আমরা সকল নেতাকর্মীকে সাথে নিয়ে নৌকার পক্ষে কাজ করছি।