দিরাই প্রতিনিধি ::
দিরাই উপজেলার ৯ ইউপিতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার লক্ষ্যে ‘বিশেষ আইনশৃঙ্খলা সভা’ করেছে দিরাই উপজেলা প্রশাসন। রোববার সকালে উপজেলা গণমিলনায়তন হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলতাফ হোসেনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা হাফিজুর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাবেরা বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিরাই সার্কেলের সহকারী সিনিয়র পুলিশ সুপার সুরত আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনক, দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান প্রমুখ।