আজ ২৪ মে মরমি কবি এলাহীবক্স মুন্সী’র ১৫৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে সুনামগঞ্জ শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে বাংলাদেশ শিশু একাডেমি সুনামগঞ্জ জেলা শাখা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখবেন পুলিশ সুপার মো. হারুন অর রশিদ এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবেরা আক্তার সভায় সভাপতিত্ব করবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, মরমি কবি এলাহীবক্স মুন্সী ১৮৬২ খ্রি. ২৩ মে জন্মগ্রহণ করেন সুনামগঞ্জ পৌর শহরের তেঘরিয়া গ্রামে। ১৯৩৭ খ্রি. ২৩ মে লোকান্তরিত হন সদর উপজেলার ইব্রাহীমপুর গ্রামের পূর্বপাড়ায়। সংবাদ বিজ্ঞপ্তি