ভ্রাম্যমাণ প্রতিনিধি ::
জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অসীম চন্দ্র তালুকদারের সমর্থনে পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে ইউনিয়নের রহমতপুর গ্রামে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় সভাপতিত্ব করেন গ্রামের বিশিষ্ট ব্যক্তি মো. লাল চান মিয়া।
বিশ্বজিৎ তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী অসীম চন্দ্র তালুকদার।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মো. ফারুক মিয়া, মো. আতাউর রহমান, মো. হান্নান মিয়া, মো. সবুজ মিয়া, মো. বাবুল মিয়া, মো. হাবিবুর রহমান, মো. সাহাবুর রহমান প্রমুখ।
পথসভায় চেয়ারম্যান প্রার্থী অসীম চন্দ্র তালুকদার বলেন, বেহেলী ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলতে সকলের সহযোগিতা চাই। এলাকার উন্নয়নের স্বার্থে তিনি ঢোল প্রতীকে সকলকে ভোট দেয়ার আহ্বান জানান।