ভ্রাম্যমাণ প্রতিনিধি ::
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের বাবুপুর বাজারে গত রোববার দুপুরে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ফরহাদ আহমদের পক্ষে নৌকা প্রতীকে ভোট চাইতে এ পথসভার আয়োজন করা হয়।
পথসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলমগীর কবির, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আরিফুর রহমান মজুমদার দিলীপ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন তালুকদার, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক অ্যাড. আবদুল করিম, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সিয়াম চৌধুরী, আতিকুর রহমান, আরিফুর রহমান, মজনু চৌধুরী প্রমুখ।