তাহিরপুর প্রতিনিধি ::
‘কোন দুষ্কৃতকারী ভোটের বাক্সে হাত দিয়ে ছিনতাইয়ের চেষ্টা করলে গুলি দিয়ে ঝাঁজড়া করা হবে। তাদের কিছুতেই ছাড় দেয়া হবে না।’
রোববার তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রিজাইডিং, সহকারি প্রিজাইডিং ও পোলিং অফিসারদের দু’দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালার সমাপনী বক্তব্যে এ কথা বলেছেন জেলা পুলিশ সুপার মো. হারুনুর রশীদ।
কর্মশালায় ৭০জন প্রিজাইডিং, ৩৫০জন সহকারি প্রিজাইডিং, ৭০০ জন পোলিং অফিসারদের প্রশিক্ষণ দেয়া হয়।
প্রশিক্ষণ পরিচালনা করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইকবাল হোসেন, জেলা নির্বাচনী কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম, তাহিরপুর উপজেলা কৃষি অফিসার মো. আব্দুছ ছালাম, উপজেলা প্রকৌশলী শাহ মুহাম্মদ আব্দুল ওয়াদুদ, তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল্লাহ, দিরাই উপজেলা নির্বাচনী অফিসার মো. হাফিজুর রহমান, জামালগঞ্জ উপজেলা নির্বাচনী অফিসার মো. ইউসুফুর রহমান, তাহিরপুর উপজেলা নির্বাচনী অফিসার উত্তম কুমার রায় প্রমুখ।