স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ শহরের ইকবাল নগর এলাকায় শিশু ধর্ষণের ঘটনায় আটক বাবুল মিয়া আদালতের কাছে জবানবন্দি দিয়েছে। গতকাল শনিবার দুপুরে সদর আদালতের বিচারকের কাছে এ জবানবন্দি দেয় বাবুল মিয়া। পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, আদালতে নিজের অপরাধ স্বীকার করে ধর্ষক বাবুল। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী বলেন, ‘শনিবার দুপুরে আদালতের কাছে নিজের অপরাধ স্বীকার করেছে ইকবাল নগর এলাকার ধর্ষক বাবুল মিয়া। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে শহরের ইকবাল নগর এলাকায় খেলনার প্রলোভন দেখিয়ে ওই এলাকার ৯বছরের এক শিশুকে ধর্ষণ করে বাবুল মিয়া। বাবুলের পিতার নাম আব্দুল কাদির। পরে শুক্রবার সদর মডেল থানা পুলিশের অভিযানে আটক করা হয় বাবুলকে। এ ব্যাপারে বাবুলকে অভিযুক্ত করে ধর্ষিতার বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।