স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলায় বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। শনিবার বিকেলে শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে এ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়।
বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে ম্যাচে কুরবাননগর ইউনিয়নের মাইজবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম জাহাঙ্গীর নগর ইউনিয়নের ঝরঝরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল প্রতিদ্বন্দ্বিতা করে। ফাইনাল ম্যাচে ঝরঝরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে মাইজবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অপরদিকে বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় কুরবাননগর ইউনিয়নের আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লক্ষণশ্রী ইউনিয়নের শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা ফুটবল দল। ৪০ মিনিটের খেলায় ১-০ গোলে আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
খেলা পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার মো. আতাউর রহমান, মো. ইকবাল হোসেন, আশরাফুল ইসলাম ও শাহীন আহমদ। খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানারআপ দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. মামুন খন্দকার।
লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সোলেমান মিয়া।
খেলা শেষে বিজয়ী দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এসময় সহকারি শিক্ষা অফিসার মো. এনামুল হক মোল্লাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।